না হোক দেখা কোনদিন তোমার সাথে, এ নিষ্ঠুর পৃথিবীর মাঝে,
মনের আয়নায় খুঁজব আমি, বৃষ্টিভেজা পাতা থেকে পড়া এক ফোঁটা জলের মাঝে।
না হোক কথা কোনদিন তোমার সাথে, ঐ গন্ধভাসা ফুলের বাগানে,
বলব কথা তোমার সাথে, মেঘেঢাকা আকাশে লুকিয়ে বজ্রপাতের শব্দ হয়ে।
না হোক ভালোবাসা কোনদিন তোমার সাথে, যতদিন জীবন থাকে,
পরকালেও ভালোবাসব আমি, জেগে ওঠা লক্ষ-কোটি হৃদয় পেরিয়ে।
No comments:
Post a Comment
Leave your comment here so that I can realize the value of my work. Thanks a lot for visiting.